'নক আউট' নামের একটি চলচ্চিত্রে কাঙনা রনৌতের বিপরীতে অভিনয় করবেন সঞ্জয় দত্ত। বলাবাহুল্য, কাঙনা তার চেয়ে বয়সে অনেক ছোট। তাই ছবিতে নিজেকে যুবক হিসেবে উপস্থাপনের জন্য গত জুন মাস থেকে প্রচুর পরিমাণে চর্বিমুক্ত খাবার খেতে হচ্ছে তাকে। ৫০ বছর বয়সী এই তারকা এখন দেখতে অনেক পাল্টে গেছেন। মনি শঙ্করের পরিচালনায় 'নক আউট'-এ তাকে দেখা যাবে এক সন্ত্রাসীর ভূমিকায়।এদিকে 'নক আউট'-এর চিত্রায়নে সঞ্জয় দত্তের সঙ্গে সাক্ষাতের জন্য সুদূর জার্মানি থেকে একদল ভক্ত উড়ে আসেন পুনেতে। তাদের দেখে খানিকটা অবাকই হয়েছেন প্রয়াত সুনীল দত্তের এই ছেলে।20091031
তরুণ হয়ে যাওয়া সঞ্জয় দত্ত
'নক আউট' নামের একটি চলচ্চিত্রে কাঙনা রনৌতের বিপরীতে অভিনয় করবেন সঞ্জয় দত্ত। বলাবাহুল্য, কাঙনা তার চেয়ে বয়সে অনেক ছোট। তাই ছবিতে নিজেকে যুবক হিসেবে উপস্থাপনের জন্য গত জুন মাস থেকে প্রচুর পরিমাণে চর্বিমুক্ত খাবার খেতে হচ্ছে তাকে। ৫০ বছর বয়সী এই তারকা এখন দেখতে অনেক পাল্টে গেছেন। মনি শঙ্করের পরিচালনায় 'নক আউট'-এ তাকে দেখা যাবে এক সন্ত্রাসীর ভূমিকায়।এদিকে 'নক আউট'-এর চিত্রায়নে সঞ্জয় দত্তের সঙ্গে সাক্ষাতের জন্য সুদূর জার্মানি থেকে একদল ভক্ত উড়ে আসেন পুনেতে। তাদের দেখে খানিকটা অবাকই হয়েছেন প্রয়াত সুনীল দত্তের এই ছেলে।
Labels:
Knock Out,
Sanjay Dutt
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment