skip to main |
skip to sidebar
একেই বলে খ্যাতির বিড়ম্বনা। এক ভক্ত থানায় গিয়ে বলিউড সেলিব্রেটি আমিশা প্যাটেলকে তার কাছে ফিরিয়ে দিতে বলে। আমিশা নাকি তার আগের জন্মের স্ত্রী। কাণ্ড দেখে পুলিশ তাকে থানা থেকে বের করে দেয়। এ প্রসঙ্গে আমিশা বলেছেন, ভক্তরা তাকে ভালোবাসবে এটাই সত্য। কিন্তু অতিরঞ্জিত কিছুই ভালো না। সবকিছুর একটা সীমা থাকা উচিত।
No comments:
Post a Comment