বলিউডের গুণী অভিনেত্রীদের মধ্যে টাবু অন্যতম। বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে তিনি বলিউডে এ অবস্থান সৃষ্টি করেছেন। আবারও তিনি আসছেন ব্যতিক্রমী চরিত্রে। রাম গোপাল ভার্মার একটি ছবিতে তাকে পতিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সভ্য সমাজে বসবাস করা একজন পেশাদার পতিতার চরিত্রে তিনি অভিনয় করবেন। ছবিতে তার চরিত্রটি সম্পর্কে টাবু বলেছেন, ছবির নাম এখনও ঠিক হয়নি। ভার্মাজির কাছ থেকে আমার চরিত্রটি সম্পর্কে যা জেনেছি তা হলো, আমি নামমাত্র একজনকে স্বামী সাজিয়ে পতিতাবৃত্তি করি। সারাদিন সমাজের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলেও রাতের বেলা আমার ভূমিকা পাল্টে যায়। কিন্তু বিষয়টি সমাজের গুটিকয়েক মানুষই জানে। এক পর্যায়ে আমার সাজানো স্বামীর সঙ্গে পতিতাবৃত্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। আর এ দ্বন্দ্বের জের ধরে সমাজের সবার কাছে বিষয়টি গোচর হয়। তখন শুরু হয় আমার সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সংগ্রাম। যেহেতু আমার কিছু টাকা-পয়সা জমেছে, তাই আমারও কিছু সমর্থক সৃষ্টি হয়। শুরু হয় আমার সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মানসিক ও অর্থবিত্তের লড়াই। মূলত সামাজিকভাবে নিগৃহীত একজন পতিতার লড়াইয়ের বিষয়টিই এখানে দেখানো হবে। পতিতাদের অসহায়ত্ব আর তার বিপরীতে অর্থবিত্তসম্পন্ন হলে তা সে যাই হোক না কেন, তার কদর করার লোকের অভাব হয় না তা-ই ছবিতে বোঝানো হবে। সব মিলিয়ে মানবিক আবেদনসম্পন্ন হবে ছবিটি। আমার কাছে ছবির চরিত্রটি দারুণ চ্যালেঞ্জিং মনে হয়েছে। তাই ভার্মাজি বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি ছবিটিতে অভিনয় করার জন্য। ছবির শুটিং শুরু হবে ডিসেম্বরে।
20100928
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment