20120927

শ্রীদেবীর প্রত্যাবর্তন


দীর্ঘ ১৫ বছরের নির্বাসন ভেঙে আবারো রুপালি পর্দায় প্রত্যাবর্তন করছেন বলিউডের নন্দিত অভিনেত্রী শ্রীদেবী। গৌরি শিন্ডের বহুল আলোচিত ছবি 'ইংলিশ ভিংলিশে'র মাধ্যমে চলচ্চিত্রে ফিরছেন তিনি। ছবিটি ৫ অক্টোবর সারা ভারতে মুক্তি পাবে। এখানে শ্রীদেবী একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন। ভারতীয় মধ্যবিত্ত গৃহবধূদের ইংরেজিতে দুর্বলতা প্রত্যক্ষগোচর। এসব নারীরা যেন শিক্ষিত সমাজের হাসির খোরাক। 'ইংলিশ ভিংলিশে' শ্রীদেবীকে নিয়েও ভারতবাসী হাসি-ঠাট্টায় মেতে উঠবে। ছবির গল্পে দেখা যাবে, শ্রীদেবী ইংরেজি না জানা এক ভারতীয় নারী। কিন্তু তার আমেরিকান একটি পরিবারে বিয়ে হয়। এ কারণে নিউইয়র্ক প্রবাসী এই গৃহবধূকে পরিবার ও সমাজে অবমাননার শিকার হতে হয়। শেষমেষ শ্বশুরবাড়ির লোকজনকে সন্তুষ্ট করার চেষ্টায় তিনি ইংরেজি শেখার অনুষ্ঠানে যোগ দেন। 'ইংলিশ ভিংলিশ' ছবিটি সম্প্রতি টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। ছবিটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি এলেন আর দর্শক হৃদয় জয় করলেন- এ প্রবাদ বাক্যটি যেন শ্রীদেবীর ক্ষেত্রেই শতভাগ মানায়। ছবিটি প্রদর্শনের পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শ্রীদেবীকে বিখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গে তুলনা করেছে। 'ইংলিশ ভিংলিশে'র মাধ্যমে ৪৯ বছর বয়সী এ অভিনেত্রী সবাইকে বুঝিয়ে দিলেন, তিনি কেবল 'রূপের রানী'ই নন, অভিনয়ের রানীও বটে। ছবিটির প্রচারের অংশ হিসেবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে শ্রীদেবী প্রবাসী ভারতীয় নারীদের জন্য পরামর্শও দিয়েছেন। ছবিতে শ্রীদেবীর সহশিল্পী ফরাসি অভিনেতা মেদি নেবু ও আদিল হোসেন। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে বিগবি অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। শুধু হিন্দিতে নয়, তামিল আর তেলেগু ভাষায়ও 'ইংলিশ ভিংলিশ' ছবিটি মুক্তি পাচ্ছে। কারণ শ্রীদেবীর মাতৃভাষা তামিল। তার অনুরোধেই হিন্দির পাশাপশি তামিল এবং তেলেগু ভাষায় ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। শ্রীদেবী বলেন, 'ভক্তদের জন্যই ফিরে এসেছি। তা না হলে ১৫ বছর পর আবারো ক্যামেরার সামনে দাঁড়াতাম না। এ ছবির কাহিনী চমৎকার। সব শ্রেণীর দর্শকরাই ছবিটি উপোভোগ করতে পারবেন।' এত বছর অভিনয়ের বাইরে থাকার কারণ হিসেবে শ্রীদেবী নিজের পরিবারকে সময় দেয়ার ব্যাপারটি উল্লেখ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'সবাই বলছে, ইংলিশ-ভিংলিশের মাধ্যমে আমি রুপালি পর্দায় প্রত্যাবর্তন করছি। কিন্তু আমি তা বলব না। কারণ আমি বলিউড থেকে কখনো নিজেকে দূরে সরিয়ে রাখিনি। অভিনয় করিনি ঠিক, তাই বলে চলচ্চিত্র শিল্পের বাইরে ছিলাম না।' এ বছরের ২১ সেপ্টেম্বর 'ইংলিশ ভিংলিশ' মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেছে। কারণ এ দিন বহুল আলোচিত ছবি মধুর ভান্ডারকরের 'হিরোইন' মুক্তি দেয়া হয়েছে। তাই ছবি পিছিয়ে নিয়ে ৫ অক্টোবরে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় গুজব ছড়িয়েছে, 'ইংলিশ ভিংলিশ' ছবির গল্প নাকি শ্রীদেবীকে ভেবেই লেখা। কারণ ক্যারিয়ারের শুরুতে শ্রীদেবী সত্যি সত্যিই ইংলিশে দুর্বল ছিলেন। রুপালি পর্দায় শ্রীদেবী পাঁচবার রাধা চরিত্রে অভিনয় করেছেন। ১৯৮৫ সালে 'মাস্টারজি' ছবিতে প্রথমবার রাধা সেজেছিলেন। এরপর 'ঘর সংসার' ও 'কর্ম' [১৯৮৬], 'ওয়াতান কি রাখওয়ালে' [১৯৮৭], 'চাঁদ কা টুকরা' [১৯৯৪] ছবিগুলোতেও তার অভিনীত চরিত্রের নাম ছিল রাধা। সবই হিট। তার সুপারহিট ছবির তালিকায় আরো রয়েছে, 'হিম্মতওয়ালা' [১৯৮৩], 'ইনকিলাব' [১৯৮৪], 'নাগিনা' ও 'আখরী রাস্তা' [১৯৮৬], 'খুদা গাওয়া' [১৯৯২], 'গুমরাহ' [১৯৯৩], 'মিস্টার বেচারা' [১৯৯৬], 'জুদাই' [১৯৯৭]। বলিউডে পাক্কা ১৯ বছর রাজত্ব করেছেন তিনি। 'মিস্টার ইন্ডিয়া' তার অভিনীত স্মরণীয় একটি ছবি। চলতি বছর ছবিটি মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে। এর পরিচালক শেখর কাপুর এক সাক্ষাৎকারে বলেন, 'শ্রীদেবী অসাধারণ একজন অভিনেত্রী। তিনি জানেন, কীভাবে কাজ নিখুঁতভাবে করতে হয়। এ ছবিতে শ্রীদেবী চার্লি চ্যাপলিন সেজেছিলেন। গোঁফে তাকে দারুণ মানিয়েছিল! এই দৃশ্যে কাজ করার আগে শ্রীদেবী চ্যাপলিনের সব ছবি রাত জেগে দেখেছেন। 'মিস্টার ইন্ডিয়া'য় তিনি যে কাজ দেখিয়েছেন, তা অন্য কারো পক্ষে করা সম্ভবই নয়।' বলিউডে পুরনো অভিনেত্রীদের মধ্যে ফিরে কেউই তেমন সাফল্য অর্জন করতে পারেননি। জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রত্যাবর্তনের ছবি 'আজা নাচলে' ফ্লপ হয়েছিল। সর্বশেষ বক্স অফিসে কারিশমা কাপুরের 'ডেঞ্জারাস ইশকে'র ভরাডুবি হয়েছে। এখন দেখার বিষয়, 'মিস্টার ইন্ডিয়া'র সেই শ্রীদেবী কতটা সফলতা অর্জন করতে পারেন।

No comments:

Post a Comment