20121101

৩৯-এ ঐশ্বর্য রাই

আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের ৩৯তম জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্নাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। প্রতিবারই বেশ আয়োজন করেই পালিত হয় ঐশ্বর্যের জন্মদিন। তবে এবারই প্রথমবারের মতো কন্যা আরাধ্যকে নিয়ে নিজের জন্মদিনটি পালন করবেন তিনি। এদিকে আজ ঐশ্বর্য নিজের জন্মদিনটি পালন করবেন শ্বশুরবাড়িতে, অর্থাৎ বচ্চন পরিবারের সঙ্গে। ইতিমধ্যে বচ্চনরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছেন ঐশ্বর্যের জন্য। তবে রাত ১২টার সময় শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া, স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে কেক কেটে তার জন্মদিনের প্রথম পর্বটি শুরু হয়। এই কেক কাটার আনুষ্ঠানিকতা আজ সারাদিন চলবে কয়েক ধাপে। এদিকে ঐশ্বর্যকে একটি ভিন্নধর্মী উপহার তার জন্মদিনে দিতে যাচ্ছেন স্বামী অভিষেক বচ্চন। ঐশ্বর্যের জন্মদিন পালনের জন্যই তিনি ‘ধূম-৩’ ছবির শুটিং ফেলে দেশে ফিরে এসেছেন। আজই ঐশ্বর্যকে একটি ছোট হলিডে ট্যুর গিফট করতে যাচ্ছেন তিনি। ঐশ্বর্যকে নিয়ে গোয়ায় দু’দিনের সফরে যাচ্ছেন তিনি। জানা গেছে, আজ রাতেই গোয়ায় যাচ্ছেন তারা। সঙ্গে থাকবেন কেবল কন্যা আরাধ্য। চলতি বছর শুটিং নিয়েই বেশি ব্যস্ত ছিলেন অভিষেক। তাই ঐশ্বর্যকে একদমই সময় দিতে পারেননি। সে কারণেই দু’দিনের এই সফর ঐশ্বর্যকে উপহার হিসেবে দিচ্ছেন অভিষেক। এদিকে গোয়া থেকে ফিরেই শিকাগোতে আবারও ‘ধুম-৩’ ছবির শুটিংয়ে চলে যাবেন অভিষেক। তাই সব মিলিয়ে আজকের জন্মদিনটি বেশ স্মরণীয় হয়ে থাকবে ঐশ্বর্যের কাছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বসুন্দরী নির্বাচিত হন ঐশ্বর্য। এরপর ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভার’-এ অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘অউর পেয়ার হোগেয়া’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তবে ১৯৯৯ সালে সালমানের বিপরীতে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিয়মিত একাধিক ছবিতে অভিনয় করে গেছেন। এসব ছবির মাধ্যমে নিজেকে অভিনেত্রী হিসেবে উপরেই শুধু তুলেছেন ঐশ্বর্য। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হন তিনি।

No comments:

Post a Comment