skip to main |
skip to sidebar
নিজে সমকামী নন। এরপরও সমকামীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন সেলিনা জেটলি। সমকামীদের বিয়ে বৈধতার লক্ষ্যে সরকার যাতে বিল পাস করে সে জন্য তিনি কাজ করছেন। এ প্রসঙ্গে জেটলি মিডিয়ার সঙ্গে আলাপে বলেছেন, আরও ছ'সাত মাস আগে থেকেই আমি কাজ শুরু করেছি। প্রথম আমি দরখাস্তটি উত্থাপন করি ফেসবুক-এ। যেটাতে সাড়া দিয়ে সারা বিশ্বের ৩০০ গে সদস্য এবং ছাত্র এগিয়ে আসে আমাকে সাহায্য করার জন্য। সমকামীদের নিয়ে এমন লড়াই চালিয়ে যাওয়ার আগ্রহ কিভাবে তৈরি হয়েছে জানতে চাইলে জেটলি বলেন, জীবনে প্রথম যাকে ভালবেসেছিলাম সে ছিল সমকামী। সামাজিক অবহেলায় একসময় তার মৃতু্য হয়। বিষয়টি আমাকে খুবই কষ্ট দিয়েছিল। এরপরই সিদ্ধান্ত নেই এদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করবো। সে সূত্রেই এ লড়াই। এদিকে সেলিনা জেটলি সমপ্রতি দু'টি ওয়েবসাইট কতৃক প্রতারিত হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেন, ওই ওয়েবসাইট দু'টি তার অনুমতি ছাড়াই তার কিছু ফটোগ্রাফ প্রকাশ করেছে। যার ফলে তিনি ক্ষতিগ্রস্থ হয়েছেন। মুম্বইর একজন ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তা মিডিয়ার কাছে সেলিনা জেটলির এ অভিযোগের কথা প্রকাশ করেছেন। তবে তিনি ওই ওয়েবসাইট দু'টির নাম জানাননি।
No comments:
Post a Comment