skip to main |
skip to sidebar
কারিনার চমৎকার বন্ধুত্ব প্রিয়াঙ্কার সঙ্গে। অথচ গত ক'দিন ধরে প্রিয়াঙ্কাকে নিয়ে নানা আজেবাজে কথা বলে বেড়াচ্ছেন কারিনা। প্রিয়াঙ্কার এটা ভাল নয়, ওটা ভাল নয়, প্রিয়াঙ্কা খুব অহঙ্কারী, ও কোন নায়িকাই নয়, অভিনয় জানে না- এ জাতীয় আরও নানা বাজে মন্তব্য হালে প্রিয়াঙ্কা সম্পর্কে উচ্চারিত হচ্ছে কারিনার মুখে। এর আগেও একবার 'আইতরাজ' ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রিয়াঙ্কার প্রতি অকারণেই ক্ষুব্ধ হয়েছিলেন কারিনা। আর সে ক্ষুব্ধতার প্রকাশ ঘটাতে গিয়ে সে সময় তিনি দীর্ঘদিন প্রিয়াঙ্কা সম্পর্কে নানা কটূ কথা বলে বেড়িয়েছেন। এরপর হঠাৎ আবার একান্ত কাছের বন্ধুর মতো প্রিয়াঙ্কাকে কাছে টেনে নিয়েছিলেন তিনি। কিন্তু সমপ্রতি সে বন্ধুত্বে ফাটল ধরেছে। কারিনাই তৈরি করেছেন এ ফাটল। হারানো প্রেমের জ্বালা সইতে না পেরেই এমনটা করেছেন কারিনা। বিষয়টি খুলেই বলা যাক, শহীদ কাপুরের সঙ্গে প্রেমের বন্ধন ছিন্ন করলেও তাকে মোটেও ভুলতে পারেননি কারিনা কাপুর। সেই শহীদের সঙ্গেই এখন গভীর প্রেমে মেতে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ বিষয়টিই ব্যাপকভাবে গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে কারিনার। আর এ কারণেই তিনি প্রিয়াঙ্কার প্রতি এমন ঝাল ঝাড়ছেন। একেই বলে আসলে হারানো প্রেমের জ্বালা।
No comments:
Post a Comment