গোটা বলিউড জুড়ে এখন চলছে রাখী সাওয়ান্ত ভীতি। কখন যে কার কি গোপন কথা তিনি প্রকাশ করে দেন এ ভাবনায় অস্থির বলিউডের তার কাছের জনেরা। এমনিতেই যে কারও মুখের ওপর যে কোন কিছু বলে দিতে একেবারেই দ্বিধাহীন একজন মানুষ রাখি সাওয়ান্ত। আর এখন তো অকপটেই অনেক কিছু তিনি বলে যাচ্ছেন তার প্রচার চলতি টিভি রিয়েলিটি শো 'রাখী কা সয়ম্ভর'-এ। মুম্বই চলচ্চিত্রের আইটেম গার্লদের রানী বলা যায় রাখী সাওয়ান্তকে। খোলামেলা পোশাক-পরিচ্ছদ, যাচ্ছেতাই আচার-আচরণ ও সেন্সরবিহীন কথাবার্তার জন্য তিনি মিডিয়া জগতে সবসময়ই সরব আইটেম। এই বলিউড গার্ল তার জীবনসঙ্গী নির্ধারণ করতে যাচ্ছেন 'রাখী কা সয়ম্ভর' অনুষ্ঠানটির মাধ্যমে। সম্পূর্ণ ব্যতিক্রমী ধাঁচের এ রিয়েলিটি শোটি এখন দর্শকদের শীর্ষ পছন্দের তালিকায় চলে এসেছে। অনুষ্ঠানটিতে নিজের জীবনের অনেক গোপন কথাও অসংকোচে তুলে ধরেন রাখী। ফলে তার সঙ্গে সম্পর্কিত সবাই ভয়ে থাকেন, কখন তিনি কার বিষয়ে কি গোপন কথা না জানি ফাঁস করে দেন। এ ভয়টা এখন বলিউডে সবচেয়ে বেশি। কারণ, এখানকার অনেকের সঙ্গেই রাখীর যোগাযোগ এবং মেলামেশাটা খুব বেশি। কারও কারও আবার বিশেষ মাখামাখিও রয়েছে তার সঙ্গে। এ কারণে বলিউডজুড়েই এখন রাখী সাওয়ান্ত ভীতি বেশ জোরালো হয়ে দেখা দিয়েছে।20090722
বলিউডে রাখী সাওয়ান্ত ভীতি
গোটা বলিউড জুড়ে এখন চলছে রাখী সাওয়ান্ত ভীতি। কখন যে কার কি গোপন কথা তিনি প্রকাশ করে দেন এ ভাবনায় অস্থির বলিউডের তার কাছের জনেরা। এমনিতেই যে কারও মুখের ওপর যে কোন কিছু বলে দিতে একেবারেই দ্বিধাহীন একজন মানুষ রাখি সাওয়ান্ত। আর এখন তো অকপটেই অনেক কিছু তিনি বলে যাচ্ছেন তার প্রচার চলতি টিভি রিয়েলিটি শো 'রাখী কা সয়ম্ভর'-এ। মুম্বই চলচ্চিত্রের আইটেম গার্লদের রানী বলা যায় রাখী সাওয়ান্তকে। খোলামেলা পোশাক-পরিচ্ছদ, যাচ্ছেতাই আচার-আচরণ ও সেন্সরবিহীন কথাবার্তার জন্য তিনি মিডিয়া জগতে সবসময়ই সরব আইটেম। এই বলিউড গার্ল তার জীবনসঙ্গী নির্ধারণ করতে যাচ্ছেন 'রাখী কা সয়ম্ভর' অনুষ্ঠানটির মাধ্যমে। সম্পূর্ণ ব্যতিক্রমী ধাঁচের এ রিয়েলিটি শোটি এখন দর্শকদের শীর্ষ পছন্দের তালিকায় চলে এসেছে। অনুষ্ঠানটিতে নিজের জীবনের অনেক গোপন কথাও অসংকোচে তুলে ধরেন রাখী। ফলে তার সঙ্গে সম্পর্কিত সবাই ভয়ে থাকেন, কখন তিনি কার বিষয়ে কি গোপন কথা না জানি ফাঁস করে দেন। এ ভয়টা এখন বলিউডে সবচেয়ে বেশি। কারণ, এখানকার অনেকের সঙ্গেই রাখীর যোগাযোগ এবং মেলামেশাটা খুব বেশি। কারও কারও আবার বিশেষ মাখামাখিও রয়েছে তার সঙ্গে। এ কারণে বলিউডজুড়েই এখন রাখী সাওয়ান্ত ভীতি বেশ জোরালো হয়ে দেখা দিয়েছে।
Labels:
Rakhi Sawant
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment