skip to main |
skip to sidebar
প্রেমিক সালমান খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার খবরকে ভুল প্রমাণ করে দিলেন কাটরিনা কাইফ। সালমানকে সঙ্গে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল কিছু মুহূর্ত তিনি কাটালেন সমপ্রতি। এ সময়গুলোতে দু'জনকে এতটাই উৎফুল্ল দেখা গেল যা দেখে মনেই হয়নি তারা আলাদা হয়ে গেছেন। গত ২৮শে জুন বান্দ্রায় লীলাবতী হাসপাতালের কাছে নতুন হওয়া ক্যাফে সল্ট ওয়াটারে একান্তে সময় কাটান দু'জন। সালমান-কাটরিনা ক্যাফেতে ঢোকেন সন্ধ্যা ৬টায়। আর সেখান থেকে বের হন রাত ৮টায়। দু'জনকেই সে সময় খুব সুখী দেখাচ্ছিল। ভারতীয় একটি ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ২৬শে জুন মুক্তিপ্রাপ্ত কাটরিনা অভিনীত ছবি 'নিউ ইয়র্ক'-এর সাফল্য উদযাপনের জন্যই দু'জন তখন একান্তে মিলিত হয়েছিলেন। উল্লেখ্য, গত বেশ ক'দিন ধরেই মিডিয়ায় জোর প্রচারণা চলছিল যে, সালমানের সঙ্গে কাটরিনার প্রেমের সম্পর্কের ইতি ঘটে গেছে। এ নিয়ে সালমান কিছু না বললেও কাটরিনা বারবার বলছিলেন, তাদের বিচ্ছেদ হয়নি। সবই গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু তিনি তার কথার সপক্ষে কোন প্রমাণ দিতে পারছিলেন না। বরং এমন কিছু ঘটনা দু'জনকে ঘিরে ঘটে চলছিল যাতে মনে হচ্ছিল সত্যিই দু'জনের বিচ্ছেদ হয়ে গেছে। আর এমন অবস্থাকে ভুল প্রমাণ করার জন্যই কাটরিনা সালমানের সঙ্গে সল্ট ওয়াটার ক্যাফেতে ডেটিং করলেন।
No comments:
Post a Comment