প্রেমিক কানাভ পুরির সঙ্গে লিভ টুগেদার করতে যাচ্ছেন বলিউডের সেনসেশন নায়িকা আমিশা পাটেল। আর এ জন্য তিনি মুম্বইয়ের জুহুতে দুই রুমের একটি ফ্লাট ভাড়া নিয়েছেন যেখানে শুধু দু'জনই থাকা যায়। বর্তমানে তিনি তার সে ফ্ল্যাটেই আছেন কানাভ পুরির অপেক্ষায়। আর কানাভও দু'-একদিনের মধ্যে জহুতে যাবেন বলে আমিশার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। আমিশা পাটেল এক সময় ঘোষণা দিয়েছিলেন, তিনি বিয়ে করবেন না। আর এজন্যই কি তিনি বিয়ের পরিবর্তে লিভ টুগেদার চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন - এমন প্রশ্ন এখন জোরালো হয়ে দেখা দিয়েছে তার ঘনিষ্ঠ মহলে। উল্লেখ্য, বিয়ে না করলেও প্রেমিক কানাভ পুরিকে নিয়ে জুহুর নিজস্ব বাড়িতে একসঙ্গে থাকার পরিকল্পনা আমিশার বেশ আগের। কিন্তু সেই বাড়িটি আমিশা যাদেরকে ভাড়া দিয়েছিলেন তারা সেটার অবস্থা বারোটা বাজিয়েছে। আর এ কারণে তাকে আলাদা ফ্লাট ভাড়া নিতে হয়েছে। এছাড়াও তার বলিউডেও ভাল সময় কাটছে না। তাই কিছুদিন মনকে আনন্দে রাখার জন্যই তিনি বলিউড থেকে দূরে থাকতে চান। আর এজন্যই প্রেমিকের সঙ্গে লিভ টুগেদার করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে।20090816
এবার প্রেমিকের সঙ্গে লিভ টুগেদার
প্রেমিক কানাভ পুরির সঙ্গে লিভ টুগেদার করতে যাচ্ছেন বলিউডের সেনসেশন নায়িকা আমিশা পাটেল। আর এ জন্য তিনি মুম্বইয়ের জুহুতে দুই রুমের একটি ফ্লাট ভাড়া নিয়েছেন যেখানে শুধু দু'জনই থাকা যায়। বর্তমানে তিনি তার সে ফ্ল্যাটেই আছেন কানাভ পুরির অপেক্ষায়। আর কানাভও দু'-একদিনের মধ্যে জহুতে যাবেন বলে আমিশার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। আমিশা পাটেল এক সময় ঘোষণা দিয়েছিলেন, তিনি বিয়ে করবেন না। আর এজন্যই কি তিনি বিয়ের পরিবর্তে লিভ টুগেদার চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন - এমন প্রশ্ন এখন জোরালো হয়ে দেখা দিয়েছে তার ঘনিষ্ঠ মহলে। উল্লেখ্য, বিয়ে না করলেও প্রেমিক কানাভ পুরিকে নিয়ে জুহুর নিজস্ব বাড়িতে একসঙ্গে থাকার পরিকল্পনা আমিশার বেশ আগের। কিন্তু সেই বাড়িটি আমিশা যাদেরকে ভাড়া দিয়েছিলেন তারা সেটার অবস্থা বারোটা বাজিয়েছে। আর এ কারণে তাকে আলাদা ফ্লাট ভাড়া নিতে হয়েছে। এছাড়াও তার বলিউডেও ভাল সময় কাটছে না। তাই কিছুদিন মনকে আনন্দে রাখার জন্যই তিনি বলিউড থেকে দূরে থাকতে চান। আর এজন্যই প্রেমিকের সঙ্গে লিভ টুগেদার করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে।
Labels:
Amisha Patel,
Live Together
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment