মোহনীয় জাদুকরী রূপ ও ব্যক্তিত্ব দিয়ে বলিউডের একজন সফল ‘ডিভা’ হিসেবে
নিজেকে তৈরি করেছেন। বর্তমান সময়ের সব বলিউড অভিনেত্রীর অনুপ্রেরণার উৎসও
তিনি। আজ তার জন্মদিন। ৫৬ বছরে পা দিলেন বলিউডের আকর্ষণীয় কিংবদন্তি
অভিনেত্রী রেখা। শিল্পী হিসেবে রেখা সবার নজরে আসেন ১৯৭৮ সালে ‘ঘর’ ছবিটি
মুক্তি পাওয়ার পর।
রেখাকে নিয়ে ‘উমরাওজান’খ্যাত চলচ্চিত্র নির্মাতা মুজাফফর আলী একসময় বলেছিলেন, সবার জন্য রেখা একজন স্বপ্নদ্রষ্টা।’ হ্যাঁ সত্যিই তাই। অভিনেত্রী রেখার রয়েছে একান্ত নিজস্ব একটি জগৎ। যেখানে তিনি অনেক বেশি কল্পনাবিলাসী, অত্যন্ত সংবেদনশীল, উষ্ণ এবং খাঁটি একজন মানুষ। ‘উমরাওজান’ ছবির জন্য রেখা জাতীয় পুরস্কারও জিতেছিলেন।
চলচ্চিত্রে এসেই রেখা ‘শাওন ভাদর’ চলচ্চিত্রের মাধ্যমে রাতারাতি সাফল্য পেয়ে যান ১৯৭০ সালে। বেশ খোলামেলা দৃশ্যে অভিনয় করে একসময় তিনি বলিউডের সেক্স সিম্বল নায়িকা হিসেবে পরিচিতি পান। এ পর্যন্ত ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘দো আনজানে’ (১৯৭৬), ‘ঘর’ (১৯৭৮), ‘মুকাদ্দার কা সিকান্দার’ (১৯৭৮), ‘খুবসুরাত’ (১৯৮০), ‘সিলসিলা’ (১৯৮১), ‘বসিরা’ (১৯৮১), ‘উৎসব’ (১৯৮৪), ‘খুন ভারি মাং’ (১৯৮৮), ‘ইজাজাত’ (১৯৮৮), ‘কামাসূত্র’ (১৯৯৬) এবং ‘জুবায়দা’ (২০০১)।
চলচ্চিত্র বোদ্ধারা রেখাকে সবসময়ই আদর্শ অভিনেত্রী হিসেবে দেখেছেন। চরিত্রের খুঁটিনাটি দিকগুলো ফুটিয়ে তুলতে রেখার জুড়ি মেলা ভার। রেখার অভিনয় ক্ষমতা নিয়ে বলিউডের চলচ্চিত্র ইতিহাসবিদ গৌতম কোল মন্তব্য করে বলেন, রেখা সুইডিশ অভিনেত্রী গ্রেটা গার্বোর কার্বণ কপি। এরা দুজনই নিজেদের অনেক ছোট থেকে অনেক উচ্চতর অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছেন।
অন্যদিকে রেখাকে নিয়ে বিখ্যাত চলচ্চিত্র সমালোচক ওমর কোরেশি বলেন, ‘বলিউডে রেখাই হলেন সত্যিকারের একজন ‘ডিভা’। আর বলিউডে তথা গোটা ভারতবর্ষে ‘ডিভা’ শব্দটির প্রচলন হয় মূলত রেখার কারণেই। চলচ্চিত্রে এসে রেখা নিজেকে এমনভাবে রূপান্তরিত করেছেন যে, তা সত্যিই অতুলনীয় ও অনুকরণীয়। চলচ্চিত্রের ক্যানভাসে রেখা তার শরীরের ভাষা, সংলাপ উচ্চারণ-সবকিছুর ওপরই কাজ করেছেন।’
রেখার জন্মদিনটি এবার বেশ জমকালোভাবেই উদযাপন করতে যাচ্ছেন বলিউডবাসী। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাবেন সব রথি-মহারথীরা। ভারতের চ্যানেলগুলো রেখার জন্মদিনে তার অভিনীত ছবি প্রদর্শনীর পাশাপাশি প্রামাণ্যচিত্রও উপস্থাপন করার ঘোষণা দিয়েছে। তাছাড়া শোনা যাচ্ছে, বিগ বি অমিতাভ বচ্চন আজ সারাদিন রেখার সঙ্গেই কাটাবেন। তাই রেখা ও অমিতাভ জুটি এবার তাদের জন্মদিনটি একসঙ্গেই সেলিব্রেট করবেন বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলো।
এর মধ্যে ইন্ডিয়া টাইমস বলেছে, ২০১২ সালকে যদি চমকদের বছর বলি, তাহলে বোধহয় খুব একটা ভুল বলা হয় না। সাইফ-কারিনার বিয়ে নাটক, শ্রীদেবীর কামব্যাক, যশ চোপড়ার অবসর। তবে সব থেকে বড় চমকটা বোধহয় বাকি ছিল। এই বছর অমিতাভ-রেখা জন্মদিন পালন করতে চলেছেন একসঙ্গে?!
আজ ১০ অক্টোবর রেখার জন্মদিন। তার ঠিক একদিন পর ১১ তারিখ জন্মদিন বিগ বি’র। আজ নিজের বাড়িতে পূজার আয়োজন করেছেন অমিতাভ। সেখানেই বচ্চন পরিবারের সব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে উপস্থিত থাকতে চলেছেন রেখাও।
রেখাকে নিয়ে ‘উমরাওজান’খ্যাত চলচ্চিত্র নির্মাতা মুজাফফর আলী একসময় বলেছিলেন, সবার জন্য রেখা একজন স্বপ্নদ্রষ্টা।’ হ্যাঁ সত্যিই তাই। অভিনেত্রী রেখার রয়েছে একান্ত নিজস্ব একটি জগৎ। যেখানে তিনি অনেক বেশি কল্পনাবিলাসী, অত্যন্ত সংবেদনশীল, উষ্ণ এবং খাঁটি একজন মানুষ। ‘উমরাওজান’ ছবির জন্য রেখা জাতীয় পুরস্কারও জিতেছিলেন।
চলচ্চিত্রে এসেই রেখা ‘শাওন ভাদর’ চলচ্চিত্রের মাধ্যমে রাতারাতি সাফল্য পেয়ে যান ১৯৭০ সালে। বেশ খোলামেলা দৃশ্যে অভিনয় করে একসময় তিনি বলিউডের সেক্স সিম্বল নায়িকা হিসেবে পরিচিতি পান। এ পর্যন্ত ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘দো আনজানে’ (১৯৭৬), ‘ঘর’ (১৯৭৮), ‘মুকাদ্দার কা সিকান্দার’ (১৯৭৮), ‘খুবসুরাত’ (১৯৮০), ‘সিলসিলা’ (১৯৮১), ‘বসিরা’ (১৯৮১), ‘উৎসব’ (১৯৮৪), ‘খুন ভারি মাং’ (১৯৮৮), ‘ইজাজাত’ (১৯৮৮), ‘কামাসূত্র’ (১৯৯৬) এবং ‘জুবায়দা’ (২০০১)।
চলচ্চিত্র বোদ্ধারা রেখাকে সবসময়ই আদর্শ অভিনেত্রী হিসেবে দেখেছেন। চরিত্রের খুঁটিনাটি দিকগুলো ফুটিয়ে তুলতে রেখার জুড়ি মেলা ভার। রেখার অভিনয় ক্ষমতা নিয়ে বলিউডের চলচ্চিত্র ইতিহাসবিদ গৌতম কোল মন্তব্য করে বলেন, রেখা সুইডিশ অভিনেত্রী গ্রেটা গার্বোর কার্বণ কপি। এরা দুজনই নিজেদের অনেক ছোট থেকে অনেক উচ্চতর অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছেন।
অন্যদিকে রেখাকে নিয়ে বিখ্যাত চলচ্চিত্র সমালোচক ওমর কোরেশি বলেন, ‘বলিউডে রেখাই হলেন সত্যিকারের একজন ‘ডিভা’। আর বলিউডে তথা গোটা ভারতবর্ষে ‘ডিভা’ শব্দটির প্রচলন হয় মূলত রেখার কারণেই। চলচ্চিত্রে এসে রেখা নিজেকে এমনভাবে রূপান্তরিত করেছেন যে, তা সত্যিই অতুলনীয় ও অনুকরণীয়। চলচ্চিত্রের ক্যানভাসে রেখা তার শরীরের ভাষা, সংলাপ উচ্চারণ-সবকিছুর ওপরই কাজ করেছেন।’
রেখার জন্মদিনটি এবার বেশ জমকালোভাবেই উদযাপন করতে যাচ্ছেন বলিউডবাসী। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাবেন সব রথি-মহারথীরা। ভারতের চ্যানেলগুলো রেখার জন্মদিনে তার অভিনীত ছবি প্রদর্শনীর পাশাপাশি প্রামাণ্যচিত্রও উপস্থাপন করার ঘোষণা দিয়েছে। তাছাড়া শোনা যাচ্ছে, বিগ বি অমিতাভ বচ্চন আজ সারাদিন রেখার সঙ্গেই কাটাবেন। তাই রেখা ও অমিতাভ জুটি এবার তাদের জন্মদিনটি একসঙ্গেই সেলিব্রেট করবেন বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলো।
এর মধ্যে ইন্ডিয়া টাইমস বলেছে, ২০১২ সালকে যদি চমকদের বছর বলি, তাহলে বোধহয় খুব একটা ভুল বলা হয় না। সাইফ-কারিনার বিয়ে নাটক, শ্রীদেবীর কামব্যাক, যশ চোপড়ার অবসর। তবে সব থেকে বড় চমকটা বোধহয় বাকি ছিল। এই বছর অমিতাভ-রেখা জন্মদিন পালন করতে চলেছেন একসঙ্গে?!
আজ ১০ অক্টোবর রেখার জন্মদিন। তার ঠিক একদিন পর ১১ তারিখ জন্মদিন বিগ বি’র। আজ নিজের বাড়িতে পূজার আয়োজন করেছেন অমিতাভ। সেখানেই বচ্চন পরিবারের সব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে উপস্থিত থাকতে চলেছেন রেখাও।
No comments:
Post a Comment