20090525

অমর্ত্য-নন্দিনী নন্দনা অবশেষে বাংলায়

নোবেল বিজয়ী অমর্ত্য সেনের নন্দিনী নন্দনা সেন চলচ্চিত্রে নন্দিত হয়ে আছেন গত ১০ বছর ধরে। কিন্তু বাঙালি হয়েও দূরে ছিলেন বাংলা ছবি থেকে। সেই অপবাদ তার ঘুচেছে এবার। জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক শেখর দাসের 'কালের রাখাল' ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটির শুটিং হবে শান্তিনিকেতনে। নন্দনা বলেন, 'আমার চরিত্রটি জার্মানি থেকে আসা এক ভারতীয় ছাত্রীর। সে একটি ছবি নির্মাণ করবে এ দেশে। এটাই আমার প্রথম বাংলা ছবি। তাই দারম্নণ উত্তেজিত হয়ে আছি। কারণ আমি বাংলায় ভাবি, ঝগড়া করি, গান গাই।' ঘটনাক্রমে মুম্বই ভিত্তিক দুই বাঙালি অভিনেত্রী বিপাশা বসু ও রিয়া সেনও সমপ্রতি তাদের প্রথম বাংলা ছবির কাজ শেষ করেছেন ঋতুপর্ণ ঘোষের পরিচালনায়। 'জিন্দাবাদ' ছবির চরিত্রটি সম্পর্কে খুব গর্ব প্রকাশ করেন নন্দনা। বলেন, 'এ ছবিতে ব্যঙ্গ করা হয়েছে রাজনীতিতে। এতে এক দিনের ঘটনাপ্রবাহে আমি স্বপ্নচারী থেকে ক্রমশ বাস্তববাদী হয়ে উঠি।'

No comments:

Post a Comment