20090528

তবুও ক্লান্তি নেই কারিনা'র

এত পরিশ্রম, তবুও ক্লান্তি নেই কারিনা কাপুরের। একটানা ৩৬ ঘণ্টা শুটিং শেষ করেই ফ্লাইট ধরলেন নিউ ইয়র্কের। উদ্দেশে অসুস্থ এক নিকটাত্মীয়কে দেখতে যাওয়া। ঘটনাগুলো দিন কয়েক আগের। সকাল বেলা ঘুম থেকে জেগেই কারিনা জানতে পারেন ওই দিনটিতে একসঙ্গে পাঁচটি ছবিকে সিডিউল দেয়া আছে তার। এমনটা কিভাবে হলো সেটার খোঁজ না নিয়ে কারিনা তার সেক্রেটারিকে বললেন, তুমি পাঁচ ছবির প্রযোজককেই জানিয়ে দাও সবার সিডিউলই ঠিক থাকবে। কারিনা তার কথা রাখলেনও। এ ছবির সেট থেকে সে ছবির সেট ঘুরে ঘুরে পাঁচটি ছবির শুটিংয়েই অংশ নিলেন তিনি। আর এসব শুটিং তিনি করলেন বিরামহীন ভাবে টানা ৩৬ ঘণ্টা। কারিনার এমন ক্লান্তিহীন পরিশ্রম দেখে পাঁচ ছবির ইউনিটেরই সবাই খুব বিস্মিত হলেও নায়িকার আচরণে মনে হয়েছিল এমন পরিশ্রম যেন তার বরাবরের। এর প্রমাণও তিনি দিয়ে দেন ছবিগুলোর শুটিং শেষ করেই। একেবারে ক্লান্তিহীন মুডেই নিউ ইয়র্কের উদ্দেশে প্ল্লেনে চড়ে বসেন। উল্লেখ্য, টানা ৩৬ ঘণ্টা ধরে কারিনা যে ছবিগুলোর শুটিং করছিলেন সেগুলো হচ্ছে- 'কামবখত ইশ্ক', 'থ্রি ইডিয়টস', 'এজেন্ট বিনোদ', 'মিস্টার অ্যান্ড মিসেস খান্না' ও 'কুরবান'।

No comments:

Post a Comment