skip to main |
skip to sidebar
গত ক'বছর লোকজন দাওয়াত দিয়ে ঘটা করে করলেও শিল্পা শেঠি এবারের জন্মদিনটা পালন করবেন শুধুই প্রেমিককে সঙ্গে নিয়ে। আগামী ৮ই জুন শিল্পার জন্মদিন। এখন তিনি অবস্থান করছেন লন্ডনে। সঙ্গে প্রেমিক রাজ কুন্ডাও আছেন। দক্ষিণ আফ্রিকায় আইপিএল শেষ করেই প্রেমিককে সঙ্গে নিয়ে শিল্প সোজা উড়ে গেছেন লন্ডনে। সবাইকে জানিয়ে দিয়েছেন কোন কাজ নয়, ক'টা দিন স্রেফ ছুটির আমেজে কাটাবেন সেখানে। পরিবারের সদস্যদের শুধু জানিয়েছেন লন্ডনের কোথায় আছেন তারা। বারণ করে দিয়েছেন কাউকে তা না জানানোর জন্য। সকাল-সন্ধ্যা শুটিং-ডাবিং এবং এরপর এক মাস আইপিল-এর ধকল সব মিলিয়ে খুব ক্লান্ত তিনি। তাই ক'দিন শুধুই প্রেমিকের সঙ্গে সময় কাটাতে লন্ডনে উড়াল দিয়েছেন। আইপিএল-এর এক মাস নিজের দল রাজস্থান রয়্যালসকে অনুপ্রেরণা দিতে প্রেমিক রাজ কুন্ডাকে নিয়ে গ্যালারিতে বসে খেলা দেখেছেন শিল্পা। তবে লন্ডনে ছুটি কাটাতে এলেও চুপি চুপি একটা কাজ তিনি ঠিকই করছেন। আর তা হচ্ছে নিজের প্রযোজনায় নির্মাণ প্রতীক্ষিত ছবিটির কিছু প্রাথমিক কাজকর্ম গোছাচ্ছেন। বেশ বিশাল বাজেটের একটি ছবিই বানানোর পরিকল্পনা রয়েছে শিল্পার। আর এ কারণে ছবিটিতে তিনি বলিউডের পাশাপাশি হলিউড এবং বৃটিশ কিছু তারকার সমাবেশ ঘটাবেন। সে বিষয়েই কাজকর্ম গোছাচ্ছেন লন্ডনে বসে। প্রেমিক রাজ কুন্ডাও তাকে এ বিষয়ে সাহায্য করছেন। ইতিমধ্যে বৃটিশ ফিল্মপাড়ায় ক'বার ঢুঁ মেরেছেন শিল্পা এবং রাজ কুন্ডা। ক'জন বৃটিশ তারকার সঙ্গে কথাও বলেছেন। বেশ সাড়াও পেয়েছেন কথা বলে। প্রত্যেকেই শিল্পার ছবিতে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
No comments:
Post a Comment