skip to main |
skip to sidebar
ঐশ্বর্য রাই বচ্চনের প্রতি সোনম কাপুরের নানা কথা ছুড়ে মারার বিষয়টি রীতিমতো বাড়াবাড়ি পর্যায়ে পেঁৗছেছে। এর আগে বলিউডের কোন নবাগত এভাবে সিনিয়র কোন শিল্পীর প্রতি বিদ্বেষী কথাবার্তা বলার সাহস করেনি, যেমনটা সোনম করছেন ঐশ্বর্য'র প্রতি। কিছুদিন আগে সোনম বলেছিলেন, ঐশ্বর্য বুড়িয়ে যাচ্ছেন। আগের মতো গ্ল্যামারের জৌলুস আর এখন তার নেই। একথা ঐশ্বর্য'র কানে যেতেই তিনি খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন। এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলায় সোনমকে তিনি ক্ষমা চাইতে বলেন। সোনম তো তা করেনই নি, বরং আরও বাড়াবাড়ি পর্যায়ের কথা বলে বেড়াচ্ছেন। পরিচিত জনদের জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে ঐশ্বর্যকে 'আন্টি' বলে ডাকবেন। এর পেছনে তিনি অবশ্য যুক্তিও দাঁড় করিয়েছেন এই বলে যে, ঐশ্বর্য যেহেতু তার বাবা অনিল কাপুরের সহকমর্ী, সেহেতু তাকে 'আন্টি' ডাকাটাই উচিত। ঐশ্বর্য'র ব্যাপারে এমন কথা বললেও অনিল কাপুরের সমকালীন অন্য কোন নায়িকার ব্যাপারে কিন্তু এমন সিদ্ধান্ত সোনম নেন নি। তাই অনেকেই বলছেন ঐশ্বর্যকে রাগানোর জন্যই সোনমের এমন সিদ্ধান্ত। কেউ কেউ আবার বলছেন এটা ঐশ্বর্য'র প্রতি সোনমের এক ধরনের প্রতিশোধ। কারণ, ঐশ্বর্য'র আপত্তির মুখেই নাকি গেল কান চলচ্চিত্র উৎসবে সোনমের লাল গালিচায় হাঁটা হয়ে উঠেনি। ঐশ্বর্য অবশ্য এ নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানাননি। তবে সোনমের এসব বাড়াবাড়ি কথাবার্তা নিয়ে তার বাবা অনিল কাপুরের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। এদিকে সোনম কাপুর সমপ্রতি বাবার প্রযোজনায় 'আয়েশা'র পর রাকেশ মেহরার নতুন ছবি 'মির্জা সাহিবান'-এর নাম ভূমিকায় অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন। আর এখন মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ছবি 'দিলি্ল সিক্স'। এতে তার বিপরীতে রয়েছেন অভিষেক বচ্চন।
No comments:
Post a Comment