skip to main |
skip to sidebar
হঠাৎ কেন এমন হচ্ছে কিছুতেই কিছু বুঝে উঠতে পারছেন না প্রিয়াঙ্কা চোপড়া। কেবলই বাদের হাওয়া এসে লাগছে তার ক্যারিয়ারের পালে। এই তো ক'দিন আগে যশরাজ ফিল্মসের একটি ছবিতে চূড়ানত্ম হয়েও বাদ পড়েছেন তিনি। শনির ছোঁয়া সেখান থেকেই শুরু। এর পরপরই একটি প্রসাধনসামগ্রীর বিজ্ঞাপন থেকে তাকে বাদ যেতে হয় ছবির শুটিং সিডিউল ঠিক রাখতে গিয়ে। আর সমপ্রতি দুটি বড় মাপের ছবি থেকে তিনি বাদ পড়েছেন বিস্ময়করভাবে। গত বছর অভিষেক বচ্চন আর জন আব্রাহামের সঙ্গে 'দোস্তানা' ছবিটি দিয়ে প্রিয়াঙ্কা বাজিমাত করেছিলেন। ছবিটিতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। কিন্তু এ ছবির সিকু্যয়াল 'দোস্তানা-২' থেকে বাদ পড়েছেন তিনি। তার পরিবর্তে এ সময়ের হিট নায়িকা কাটরিনা কাইফকে নির্বাচিত করেছেন প্রযোজক করন জোহর। হৃতি্বক রোশনের সঙ্গে 'কৃষ' ছবিতে চমৎকার অভিনয় করার পর 'কৃষ-২' থেকেও বাদ পড়েছেন প্রিয়াঙ্কা। ছবিটিতে তার পরিবর্তে হৃতি্বকের বিপরীতে নেয়া হয়েছে দীপিকা পাড়ুকোনকে। এমন একের পর এক বাদ পড়ার ঘটনায় প্রিয়াঙ্কা বেশ বিচলিত হয়ে পড়েছেন। তবে এ মুহূর্তে তিনি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তার মুক্তি প্রতীক্ষিত 'কমিনে' ছবিটির সাফল্যের অপেক্ষায়। শহীদ কাপুরের সঙ্গে এ ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন বলেই ছবির নির্মাণ সংশিস্নষ্টরা জানিয়েছেন। তাই 'কমিনে' ছবিটি নিয়ে তার আশাবাদ বেশ। কিন্তু ছবিটির একটি দৃশ্য নিয়ে সমপ্রতি প্রিয়াঙ্কা আপত্তি তুলেছেন পরিচালকের কাছে। হঠাৎ করে তিনি 'কমিনে' ছবির পরিচালক বিশাল ভরদ্বাজকে বলেছেন, ছবি থেকে তার খোলামেলা দৃশ্যটুকু সংক্ষিপ্ত করার জন্য। ছবিটিতে তিনি একজন স্বল্প পরিচিত অভিনেতার সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এখন প্রিয়াঙ্কা চাইছেন দৃশ্যটিকে ছেঁটে ফেলতে। এ নিয়ে পরিচালক বিশাল ভরদ্বাজকে অনুরোধও করেছেন তিনি। বেচারা পরিচালক পড়েছেন বিপাকে। দৃশ্যটিও ফেলতে পারছেন না। আবার নায়িকার অনুরোধও উড়িয়ে দিতে পারছেন না।
No comments:
Post a Comment