ক্যারিয়ারের পথচলায় মুনমুন সেন যেমন জন্ম দিয়েছেন অসংখ্য আলোচিত ঘটনার, তার মেয়ে দু'টিও এখন কম যান না তার চেয়ে কোন অংশে। বিতর্কিত লেখক সালমান রুশদির সঙ্গে প্রণয়ে জড়িয়ে রিয়া সেন তুমুল হৈ চৈ ফেলে দিয়েছিলেন। সমপ্রতি মুনমুনের আরেক মেয়ে রাইমা সেনও ঘটাতে চলেছেন এমন একটি ঘটনা। সাংবাদিকদের অনুসন্ধানে তেমন কিছুরই আভাস ফুটে উঠেছে ইদানীং। দিন কয়েক আগে মুম্বই'র শহরতলীর একটি নাইটক্লাবে বিবাহিত এক পুরুষের সঙ্গে বেসামাল অবস্থায় রাইমাকে আবিষ্কার করে সাংবাদিকরা। আর এ বিবাহিত পুরুষটি হচ্ছেন টেনিস খেলোয়াড় মহেশ ভূপতি। বিষয়টি নিয়ে অবশ্য রাইমার কোন ভ্রূক্ষেপ নেই। তিনি অকপটেই বলেছেন, এতে কিছু যায় আসে না তার। বেসামাল অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, নাইটক্লাবে এমন ঘটনা ঘটতেই পারে। এছাড়া মহেশের কোম্পানি তার কাজগুলো করে বলে তার সঙ্গে ভাল একটি সম্পর্কই তিনি ঠিক রেখে চলেছেন বলে জানান। এদিকে বিষয়টি নিয়ে মহেশ বলেছেন, আমি সেদিন নাইটক্লাবে গিয়েছিলাম আমার কিছু পরিচিতকে নিয়ে। রাইমাও গিয়েছিলেন তার ক'জন বন্ধুবান্ধবকে নিয়ে। সেখানেই তার সঙ্গে আমার দেখা হয়। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার মতো কিছু দেখছি না। নাইটক্লাবে বেসামাল হওয়ার বিষয়ে রাইমা এবং মহেশ এমন মন্তব্য করলেও দু'জনের মধ্যে একটি গভীর সম্পর্কেরই ধারণা করেছেন সাংবাদিকরা। কিন্তু বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন রাইমা। তিনি বলেছেন, কোন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর কোন ইচ্ছা আমার নেই।20090611
নাইটক্লাবে বেসামাল রাইমা
ক্যারিয়ারের পথচলায় মুনমুন সেন যেমন জন্ম দিয়েছেন অসংখ্য আলোচিত ঘটনার, তার মেয়ে দু'টিও এখন কম যান না তার চেয়ে কোন অংশে। বিতর্কিত লেখক সালমান রুশদির সঙ্গে প্রণয়ে জড়িয়ে রিয়া সেন তুমুল হৈ চৈ ফেলে দিয়েছিলেন। সমপ্রতি মুনমুনের আরেক মেয়ে রাইমা সেনও ঘটাতে চলেছেন এমন একটি ঘটনা। সাংবাদিকদের অনুসন্ধানে তেমন কিছুরই আভাস ফুটে উঠেছে ইদানীং। দিন কয়েক আগে মুম্বই'র শহরতলীর একটি নাইটক্লাবে বিবাহিত এক পুরুষের সঙ্গে বেসামাল অবস্থায় রাইমাকে আবিষ্কার করে সাংবাদিকরা। আর এ বিবাহিত পুরুষটি হচ্ছেন টেনিস খেলোয়াড় মহেশ ভূপতি। বিষয়টি নিয়ে অবশ্য রাইমার কোন ভ্রূক্ষেপ নেই। তিনি অকপটেই বলেছেন, এতে কিছু যায় আসে না তার। বেসামাল অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, নাইটক্লাবে এমন ঘটনা ঘটতেই পারে। এছাড়া মহেশের কোম্পানি তার কাজগুলো করে বলে তার সঙ্গে ভাল একটি সম্পর্কই তিনি ঠিক রেখে চলেছেন বলে জানান। এদিকে বিষয়টি নিয়ে মহেশ বলেছেন, আমি সেদিন নাইটক্লাবে গিয়েছিলাম আমার কিছু পরিচিতকে নিয়ে। রাইমাও গিয়েছিলেন তার ক'জন বন্ধুবান্ধবকে নিয়ে। সেখানেই তার সঙ্গে আমার দেখা হয়। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার মতো কিছু দেখছি না। নাইটক্লাবে বেসামাল হওয়ার বিষয়ে রাইমা এবং মহেশ এমন মন্তব্য করলেও দু'জনের মধ্যে একটি গভীর সম্পর্কেরই ধারণা করেছেন সাংবাদিকরা। কিন্তু বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন রাইমা। তিনি বলেছেন, কোন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর কোন ইচ্ছা আমার নেই।
Labels:
Munmun Sen,
Raima Sen
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment