20090613

বিড়ম্বনায় কাটরিনা কাইফ

ঘটনা না ঘটিয়েও একটি ঘটনার কারণে বেশ বিড়ম্বনায় পড়েছেন বলিউডের বার্বিগাল কাটরিনা কাইফ। সমপ্রতি ইন্টারনেটে প্রকাশ পেয়েছে একটি ভিডিও ক্লিপ। আর এতে ফুটিয়ে তোলা হয়েছে প্রেমিক সালমান খানের সঙ্গে কাটরিনা কাইফের কিছু অন্তরঙ্গ মুহূর্ত। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে চারদিকে। নানাজনের নানা প্রশ্নে জর্জরিত এখন কাটরিনা। এমন একটি দৃশ্যে প্রেমিককে নিয়ে কাটরিনা কিভাবে অংশ নিলেন এমন প্রশ্ন তুলেছেন সবাই। আর এসব প্রশ্ন এতটাই কটাক্ষে ভরপুর যা মারাত্মক বিড়ম্বনায় ফেলে দিয়েছে কাটরিনাকে। অথচ প্রকৃত ঘটনা হচ্ছে ভিডিও ক্লিপটি তৈরি হয়েছে কানাডায়। আর এতে পারফরম করেছেন সালমান ও কাটরিনার মতো দেখতে হুবহু দু'জন। প্রকৃত সত্যটি বলেও পার পাচ্ছেন না কাটরিনা। যার সঙ্গেই দেখা হচ্ছে সে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে তুলছে তাকে।

No comments:

Post a Comment