20090614

দেবের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন ফ্রিডা

অবশেষে প্রেমের বিষয়ে মুখ খুললেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত অভিনেত্রী ফ্রিডা পিন্টো। এই প্রথমবারের মতো ফ্রিডা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন ‘স্লামডগ’এর আরেক তারকা দেব প্যাটেলের সঙ্গে তিনি প্রেম করছেন। খবর একাধিক ভারতীয় ওয়েবসাইটের।কিছুদিন আগে ইসরায়েলে এই দুজনকে ঘনিষ্ঠভাবে দেখা গেলেও ফ্রিডা তা অস্বীকার করেছিলেন। সেই সময় ফ্রিডা ‘মিরাল’ ছবির শুটিং নিয়ে সেখানে ছিলেন। আর ফ্রিডার সঙ্গে দেখা করতে ইসরায়েলে ছুটে গিয়েছিলেন দেব।‘স্লামডগ মিলিয়নিয়ার’ মুক্তির পর একটি শপিং মলে তাদের দুজনকে আংটি কিনতেও দেখা গেছে।দেব প্যাটেলের মা তাদের সম্পর্কের কথা স্বীকার করলেও বরাবরের মতোই তা এড়িয়ে গেছেন ফ্রিডা পিন্টো। শেষ পর্যন্ত তিনিও মুখ খুললেন।ফ্রিডা বলেন, “স্লামডগ’র শুটিং থেকেই আমাদের বন্ধুত্বের শুরু। দিনে দিনে আমাদের সম্পর্ক ক্রমশ দৃঢ় হতে থাকে।”ছবিতে অভিনয়ের সময় থেকেই এই বন্ধুত্ব প্রগাঢ় হতে শুরু করে, বন্ধুত্ব থেকে প্রেম; এইসব কিছুই তাদের জীবনে একেবারে নতুন অভিজ্ঞতা বলে জানিয়েছেন ফ্রিডা।২৪ বছর বয়সী ফ্রিডা পিন্টো তার ১৮ বছর বয়সী প্রেমিক দেব প্যাটেলকে আদর করে ‘লাভলি বয়’ ডাকেন।

No comments:

Post a Comment