20090625

এবার বিবাহিত পুরুষের সঙ্গে

লারা দত্তের বিগড়ানো মাথাটা বোধহয় আর ঠিকই হলো না। বিশ্বসুন্দরীর খেতাব মাথায় নিয়ে বলিউডে পা রেখেছিলেন লারা দত্ত। একে একে বেশ উল্লেখযোগ্য সংখ্যক ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি তৈরি করেন। কিন্তু তার অভিনীত কোন ছবিই তেমন একটা ব্যবসা সফল না হওয়ায় বলিউডের চাহিদাসম্পন্ন নায়িকা হয়ে উঠতে পারেননি। এ কারণে এক সময় বাজার পড়ে যায় তার। আর এর ফলে মাথাটা তার এক রকমের বিগড়ে যায়। উল্টাপাল্টা নানা আচরণে মেতে ওঠেন তিনি। হঠাৎ ঘোষণা দিয়ে বসেন, বলিউড ছেড়ে দেবেন। ভেবেছিলেন, এমন ঘোষণায় বলিউডের লোকজন বোধহয় তার দরজায় কড়া নেড়ে তাকে অনুরোধ করবে বলিউড না ছাড়ার জন্য। কিন্তু ঘোষণার পর কোন সাড়াই পাননি লারা। এরপর কিছুদিন চুপচাপ থাকাকালীনই কাজ পেয়ে যান দু'-একটি ছবিতে। কিন্তু সে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হওয়ার আগেই তিনি নির্মাতাদের উদ্দেশে নতুন করে ঘোষণা দেন, ছবির স্ক্রিপ্ট দেয়ার ক্ষেত্রে তাকে বাঁধাই করা স্ক্রিপ্টই দিতে হবে এবং তা হতে হবে সুন্দর মোড়কে মোড়ানো। পাশাপাশি সে সময় তিনি হঠাৎ তার পারিশ্রমিকও বাড়িয়ে দিগুণ করে ফেলেন। বিষয়টি তার ক্যারিয়ারের জন্য বেশ নেতিবাচক ফল নিয়ে আসে। আবার কর্মহীন হয়ে পড়েন তিনি। এরই মধ্যে প্রেমিক দিনো মোরিয়োর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এতে মাথাটা আরও খারাপ হয়ে যায় লারার। মিডিয়ায় উল্টাপাল্টা নানা কথা বলা শুরু করেন তিনি। এক সময় বলে বসেন নিজে একজন মেয়ে হলেও মেয়েদের সঙ্গ তার মোটেও পছন্দ নয়। কারণ মেয়েরা ছেলেদের চেয়ে বেশি হিংসুটে। তাই বন্ধুত্বের ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদেরই তার বেশি ভাল লাগে। এমন কথা বলার ক'দিন পরই জানা গেল, নতুন করে প্রেমে পড়েছেন লারা। আর তার এবারের প্রেম একজন বিবাহিত পুরুষের সঙ্গে। লারার নতুন এ প্রেমিকের নাম মহেশ ভূপতি। নামী টেনিস খেলোয়াড়। তবে বিবাহিত এ পুরুষের সঙ্গে প্রেমে জড়ানো সম্পর্কে লারাকে সাংবাদিকরা প্রশ্ন করলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান তিনি।

No comments:

Post a Comment